130441
18698
851
1888
02 Sep, 2024 |
25 Aug, 2024 |
13 Aug, 2024 |
08 Oct, 2023 |
09 Aug, 2023 |
জালালিয়া সিনিয়র ফাযিল ডিগ্রী মাদরাসা হযরত শাহ জালাল (রহ.) ও ৩৬০ আওলিয়ায়ে কেরামগণের পদস্পর্শে ধন্য ১৩৩ বছরে পদার্পণকৃত একটি ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপিঠ। ইতিহাস তথ্যানুযায়ী এটি১৮৮৮ ইং সনে নিজ জালালপুর (পূর্বভাগ) সোজাদিগীর (খোজাদিঘী) দক্ষিণ পারে পূর্বভাগের সম্ভ্রান্ত মুসলিমপরিবারের মরহুমা মঈজা বানু নামীয় অত্যন্ত ধার্মিক একজন মহিলা প্রথম প্রতিষ্ঠা করেছিলেন।পূর্বভাগ হতে স্থানান্তরের কারণ: মরহুমা মঈজা বানু মৃত্যুবরণ করলে তাঁর অবর্তমানে মাদরাসাটির তদারকিরঘাটতি দেখা দিলে এক পর্যায়ে মাদরাসার অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার উপক্রম হয়। এমনকি শেষ পর্যন্ত বন্ধওহয়ে যায়। এদিকে এলাকার জনগণ মাদরাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব দিন দিন উপলব্ধি করতে থাকেবিধায় সকলের সমন্বয়ে পূর্বভাগ থেকে স্থানান্তর করে বড়ভাগা নদীর দক্ষিণ তীরে কর্মকার বাড়ির পাশে স্থাননির্ধারণ করেন।বেশকিছুদিন মাদরাসাটি সেখানে চালু থাকার পর হঠাৎ একদিন ব্রিটিশ সরকারের একজন উচ্চ পর্যায়েরপরিদর্শক মাদরাসা পরিদর্শনে আসেন। কিন্তু মাদরাসাটি কর্মকার বাড়ির পাশে থাকায় এবং সরকারিবিধিমোতাবেক মাদরাসাটির অবকাঠামো ঠিক না থাকায় তিনি পরিদর্শন রিপোর্টে নেতিবাচক মন্তব্য করেযান, ফলে মাদরাসাটির অস্তিত্ব পুনরায় হুমকির মুখে পড়ে যায়। মাদরাসা বোর্ডের কয়েকজন হৃদয়বান সুউচ্চপর্যায়ের কর্মকর্তাগণের সুপরামর্শে বড় ভাগার দক্ষিণ পার থেকে মাদরাসার বর্তমান জায়গায় একাডেমিক ওপ্রশাসনিক কার্যালয় স্থানান্তর হয়।একাডেমিক ও প্রশাসনিক স্বীকৃতি লাভ: মাদরাসাটি প্রথম দিকে সীলং শিক্ষা বোর্ডের অধিনে ছিল। ভারতবিভক্তির পর ১৯৫৬ সালে আলিম জামাতের স্বীকৃতি লাভ করে এবং ১৯৯৩ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধিনে ফাযিল ক্লাস খোলার অনুমতি পায়। ১৯৯৫ সালে…